রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

‘ফেনীতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ এখন সময়ের দাবি’

ফেনী প্রতিনিধি

‘ফেনীতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ এখন সময়ের দাবি’

নাগরিক সংলাপ বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক অধ্যাপক আবু আহমেদ বলেছেন, ফেনীতে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ এখন সময়ের দাবি। এটি এখন কোনো জেলাভিত্তিক ইস্যু নয়, এটা জাতীয় নিরাপত্তা ও জাতীয় উন্নয়নের জন্য করা জরুরি।

গত শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে  ‘ফেনী জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা : প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা” শীর্ষক নাগরিক সংলাপে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

পরিষদের সদস্য সচিব সাইদুল ইসলামের পরিচালনায়, মুখপাত্র ওমর ফারুক ও লিয়াজোঁ সমন্বয়ক মো. আবিদুর রহমান আবেদের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত নাগরিক সংলাপে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মনজু, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, রিহ্যাবের পরিচালক ড. মো. হারুন অর রশিদ, সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নুর মোহাম্মদ আজমী প্রমুখ।

মজিবুর রহমান মনজু বলেন, ফেনীতে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ না হওয়ার পিছনে রাজনৈতিক কারণই বড় কারণ। তাই পলিসি লেভেলে যোগাযোগ এবং জনসম্পৃক্ততার মাধ্যমে এ দুটি প্রতিষ্ঠান আমরা বাস্তবায়ন করবো।

এছাড়াও সংলাপে জেলা এবি পার্টির সাধারণ সম্পাদক ফজলুল হক, ছাত্রদলের ফেনী জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মজুমদার রশিদ, ফয়জুল্লাহ নোমানী, রফিকুল ইসলাম কিরণ, আবদুল্লাহ আল মামুন ও সাংবাদিক আবদুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

টিএইচ