ফেনীতে ফোকাস কোচিং সেন্টার থেকে ছাত্রশিবির সন্দেহে গ্রেপ্তার ২৬ শিক্ষার্থীর মধ্যে ১৬ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। গত বৃহস্পতিবার দুপুরে তাদের আইনজীবী মাঈন উদ্দিন ও আবুল বাশার আরিফ আদালতে জামিন আবেদন করলে জেলা ও দায়রা জজ আবু সালেহ মোহাম্মদ রুহুল ইমরান ১৬ জনের আবেদন মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্তরা হলেন— আবদুল আলিম (২১), আবু জাফর (২৫), আনিছুর রহমান (২০), মো. সেজান (২০), নুর মোহাম্মদ (২০), জহিরুল ইসলাম (২০), মোরশেদুল ইসলাম (১৯), নোমায়ের বিন হোসাইন (১৯), আবদুল্লাহ আল ফাহাদ (২০), মো. জুনায়েদ (১৯), মো. আরিফ (১৯), আজিমুন করিম (২০), মো. সায়েম (১৮), মো. ফাহিম (১৯), তাহমিদ শাহরিয়ার (১৯) ও আবদুল কাদের (২৫)।
আসামিপক্ষের আইনজীবী আবুল বাসার আরিফ জানান, আগামী ৬ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর প্রেক্ষিতে আবেদন করায় আদালত ১৬ জনের জামিন মঞ্জুর করেছেন। আগামী কার্যদিবসে অপর ১০ জনের জামিন আবেদন করা হবে।
গত ১১ এপ্রিল শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ফোকাস কোচিং সেন্টার থেকে পুলিশ ২৬ শিক্ষার্থীকে গ্রেপ্তর করে। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই সৈয়দ ফারুক বাদী হয়ে ফেনী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।
টিএইচ