সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ফেনীতে হিন্দুদের মধ্যে পুনাক সভানেত্রীর উপহার বিতরণ

ফেনী প্রতিনিধি

ফেনীতে হিন্দুদের মধ্যে পুনাক সভানেত্রীর উপহার বিতরণ

ফেনীতে পুলিশ নারী কল্যাণ সমিতি সভানেত্রী নুসরাত জাহানের পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে উপহার বিতরণ করা হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে গত রোববার জেলার সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের আজিজুল হক মায়মুন আরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এসব উপহার বিতরণ করা হয়। 

সোনাগাজী মডেল থানার ওসি হাসান ইমামের সভাপতিত্বে এ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুনাক সভানেত্রী নুসরাত জাহান। এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূঞা) সার্কেল তাসলিম হুসাইন, সোনাগাজী মডেল থানার ওসির সহধর্মিণী উম্মে হাবিবা উর্মি, স্বেচ্ছাসেবী সংগঠন সহায় সভাপতি মঞ্জিলা মিমি। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চরচান্দিয়া ইউপি সদস্য মোশারফ হোসেন প্রমুখ। এসময় স্থানীয় জেলে পাড়ার হিন্দু ধর্মাবলম্বী ২ শতাধিক নারী-পুরুষ ও শিশুদের মধ্যে উপহার (শাড়ি, লুঙ্গি, জামা) সামগ্রী বিতরণ করা হয়।

টিএইচ