ফেনীর এক গ্রামেই ৪৬ জন বীর মুক্তিযোদ্ধা। তাদের স্মৃতি সংরক্ষণে স্থাপন করা হয়েছে নাম সম্বলিত ফলক। গত শনিবার এ ফলক স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় জাকের হোসেন নামে এক বীর মুক্তিযোদ্ধা এ উদ্যোগ নিয়েছিলেন। এটি বাস্তবায়নে স্থানীয় মুক্তিযোদ্ধারা ও মরহুম আনোয়ার উল্ল্যাহ ভূঞার পরিবার ভূমিকা রেখেছেন।
নিজের নির্বাচনি এলাকার ফুলগাজী উপজেলাস্থ জগতপুর গ্রামের ওই ৪৬ জন বীর মুক্তিযোদ্ধার নাম সম্বলিত ফলক স্থাপন অনুষ্ঠানে আলাউদ্দিন নাসিম বলেন, শিক্ষা-দীক্ষায় উন্নত, অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী ফুলগাজীর জগতপুর গ্রামের মতো আরেকটি গ্রাম এ দেশে বিরল। এই গ্রামেই ৪৬ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। যারা মুক্তিযুদ্ধের সময় রণাঙ্গনে দেশের জন্য লড়াই করে অবদান রেখেছেন। এটি নিয়ে গর্ব করা যায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফেনী জেলা বিএমএ সভাপতি ডা. সাহেদুল ইসলাম কাওসার। সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমিনুল ইসলাম। ফেনী জেলা পরিষদ সদস্য সৈয়দ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন মজুমদার, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়া, বিএমএসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
টিএইচ