ফেনীর দর্শনীয় স্থানগুলোতে ঈদুল ফিতরের ছুটিতে ভ্রমণ পিপাসুদের ঢল নেমেছে। এবারের ঈদে আবহাওয়া অনুকূলে থাকায় জেলার বিনোদন কেন্দ্রগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের পদভারে মুখর ছিল। উচ্ছ্বসিত দর্শকরাও পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে ঘুরে বেড়িয়েছেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, ঈদের দিন থেকেই শহরের রাজাঝির দিঘীর পাড়, বিজয়সিংহ দিঘী পাড়ে দর্শনার্থীদের ভিড় বেড়েছে। দুপুর থেকে এস্থানগুলোতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ভিড় করেন।
এছাড়া শহরতলীর কাজীরবাগ ইকোপার্ক, সোনাগাজীর মুহুরী প্রজেক্ট, দাগনভূঞার প্রতাপপুর জমিদার বাড়ি ও ছাগলনাইয়ার বাঁশের কেল্লাসহ জেলার বিভিন্ন দর্শনীয় স্থানে অন্য সময়ের চেয়ে ভিড় বেশি ছিল। এসব দর্শনীয় স্থানগুলোতে বিনোদনপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ঘুরে ঘুরে দর্শনার্থীরাও সময় কাটিয়েছেন স্ত্রী-সন্তান নিয়ে। ঈদের ছুটি উপভোগ করছেন মন ভরে।
বিজয়সিংহ দিঘীর পাড়ে একাধিক দর্শনার্থী জানান, শহরের মধ্যে প্রাকৃতিক পরিবেশ এর চেয়ে ভালো কোনো ব্যবস্থা আর কোথাও নেই। এতে ভিড় অনেক বেশি। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাহারাও রয়েছে।
দেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প মুহুরী প্রজেক্ট এলাকায় গড়ে তোলা পিকনিক স্পট ও বিনোদন কেন্দ্রে বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষের আগমন ছিল চোখের পড়ার মতো। ঈদের ছুটিতে ভ্রমণকারীরা প্রাকৃতিক সৌন্দর্য্যপূর্ণ মুহুরী প্রজেক্টে আনন্দময় সময় কাটাতে ছুটে আসেন। এছাড়া মুছাপুর সী-বিচ এলাকায় নোয়াখালীর বিভিন্ন জায়গা থেকে বিপুল পরিমাণ দর্শনার্থীদের আগমন ঘটে।
পুলিশ সুপার জাকির হাসান জানান, ঈদের পূর্ব-পরবর্তী সময়ে জেলার প্রতিটি স্থানে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়াও দর্শনীয় স্থানগুলোতে বিশেষ নজরদারী রয়েছে বলেও তিনি জানান।
টিএইচ