বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ফেসবুকে সাংবাদিক হেনস্থার চেষ্টা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি 

ফেসবুকে সাংবাদিক হেনস্থার চেষ্টা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে গণমাধ্যমকর্মীকে হেনস্থার চেষ্টা করার অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৭ ব্যক্তি ও সিলেটের ১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। 

অভিযোগটি বিশ্লেষণ করে আমলে নিয়েছেন সিলেট সাইবার ট্রাইব্যুনাল আদালত। গত সোমবার অভিযোগটি দায়ের করেন দৈনিক আমার সংবাদের দোয়ারাবাজার উপজেলা প্রতিবেদক ও দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের প্রতিবেদক এনামুল কবির মুন্না।

অভিযোগে উল্লেখ করা হয়, গত বেশ কিছুদিন ধরেই সুনামগঞ্জের দোয়ারাবাজারের গণমাধ্যমকর্মী এনামুল কবির মুন্নাকে নানাভাবে হয়রানি করে আসছিলো একটি প্রভাবশালী চক্র, বিভিন্ন সময়ে অনিয়ম তুলে ধরে সংবাদ প্রকাশের জেরেই মুন্নার সঙ্গে তাদের বিরোধ দানা বাধছিলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে নানা অপপ্রচার শুরু করে এই চক্রটি। 

মামলার আসামিরা হলেন, দোয়ারাবাজার উপজেলা সুরমা ইউনিয়নের বরকত নগর গ্রামের মৃত রইছ আলী ছেলে কুয়েত প্রাবাসী গোলাম রহমান, গোলাম রহমানের স্ত্রী ফাতেমা আক্তার, গোলাম রহমানের ২য় স্ত্রী তানিয়া আক্তার লিলি, একই গ্রামের নজরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম, টিলাগাঁও গ্রামের রজব আলীর ছেলে মনোয়ার হোসেন, লক্ষ্মীপুর ইউনিয়নের রসরাই গ্রামের মোস্তফা মিয়ার ছেলে ওসমান গনি, সিলেট রহমতপুর গ্রামের মৃত ইসমাইল আলী ছেলে মো. ছুরত আলী, ও মো. তোফায়েল আহমেদসহ আরো ৪/৫ আসামি।

অভিযোগকারী এনামুল কবির মুন্না বলেন, আমি আইনের সহযোগিতা চাই, আদালতের কাছে আমি বিচার প্রার্থী হয়েছি, এই দাঙ্গাবাজ চক্রটি মানুষের জানমালের ক্ষতি করে আসছে প্রকাশ্যে, কিন্তু নিউজ করতে গিয়ে আমি এখন বছরের পর বছর ধরে হেনস্থার শিকার তো হচ্ছিই পাশাপাশি নিজের নিরাপত্তার ঝুঁকিতেও আছি, আমি বিচার চাই।

টিএইচ