সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বকশীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি    

বকশীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশির সঙ্গে ঝগড়ার পর সকালে ওই প্রতিবেশির বাড়ির গোঁয়াল ঘর থেকে শরীফুল বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (২২ এপ্রিল) বকশীগঞ্জ থানা পুলিশ বগারচর ইউনিয়নের বালুর চর গ্রামের বাড়ি থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। গৃহবধূ শরীফুল বেগম একই গ্রামের তোমজল হকের স্ত্রী। 

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র তোমজল হকের স্ত্রী শরীফুলের সঙ্গে প্রতিবেশি খলিল মিয়ার পরিবারের ঝগড়া হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে ঝগড়া বন্ধ হলে রাতে নিখোঁজ হয় শরীফুল বেগম।

সোমবার (২২ এপ্রিল) খলিল মিয়ার বাড়ির বাইরের খোলা গোঁয়াল ঘরে গলায় রশি দেয়া শরীফুলের ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। এ খবর জানাজানি হলে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেন।

বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহটি জামালপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

টিএইচ