সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বকশীগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারে খাবার বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 

বকশীগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারে খাবার বিতরণ

জামালপুরের বকশীগঞ্জে সমপ্রতি বন্যায় নদীভাঙনের শিকার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাতের নেতৃত্বে মেরুরচর ইউনিয়নের নদী ভাঙনের কবলে পড়া ৩০টি অসহায় পরিবারের মধ্যে শুকনো খাবার প্যাকেজ (১৪.৬ কেজি) বিতরণ করা হয়। উক্ত প্যাকেজে চাল, ডালসহ আট ধরণের খাদ্যপণ্য রয়েছে।

মেরুরচর ইউনিয়নের চিনারচর, ভাটি কলকিহারা, উজান কলকিহারা এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত খাদ্য প্যাকেটগুলো বিতরণ করা হয়।

এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, উপজেলা পিআইও মো. মজনুর রহমান, মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিকসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। 

এর আগে গত বুধবার সাধুরপাড়া ইউনিয়নের তালতলা, আইরমারী খান পাড়া, চর আইরমারী, মদনের চর এলাকায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত।

টিএইচ