শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

বকশীগঞ্জে নিখোঁজের ২০ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি    

বকশীগঞ্জে নিখোঁজের ২০ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া শিশুকে ২০ ঘণ্টার পর মৃত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। রোববার (২২ অক্টোবর) মেরুরচর ইউনিয়নের টুপকারচর ব্রিজের পাশে দশানী নদী থেকে মেহেদী হাসান মুরাদ (৭) নামে ওই শিশুর মরদেহটি উদ্ধার করা হয়।

শিশু মুরাদ মেরুরচর ইউনিয়নের নতুন টুপকারচর গ্রামের শাহীন মিয়ার ছেলে। 

বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুহিনুল হক জানান, গত শনিবার বাবা শাহীন মিয়ার সঙ্গে টুপকারচর ব্রিজের পাশে একটি ধানক্ষেত দেখতে যায় মেহেদী হাসান মুরাদ। বিকাল ৩ টায় বাবার অগোচরে স্থানীয় কয়েকজন ছেলের সঙ্গে ক্ষেতের পাশেই দশানী নদীতে গোসল করতে যায় সে। 

এক পর্যায়ে সে নদীতে নিখোঁজ হলে তাকে অনেক খোঁজাখুঁজি করেও না পেলে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দেয়া হয়। 

জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দলের লিডার ছানোয়ার হোসেনের নেতৃত্বে একটি ডুবুরী দল শনিবার রাত ৮ পর্যন্ত নদীতে খোঁজাখুঁজি করে পায়নি। পরদিন আবার উদ্ধার কার্যক্রম শুরু করলে রোববার (২২ অক্টোবর) শিশু মুরাদকে মৃত অবস্থায় উদ্ধার করে। বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা শিশু মুরাদের উদ্ধারের বিষয়টি জানিয়েছেন।

টিএইচ