বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বকশীগঞ্জে বাল্যবিয়ে রোধে কর্মশালা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

বকশীগঞ্জে বাল্যবিয়ে রোধে কর্মশালা

জামালপুরের বকশীগঞ্জে বাল্যবিবাহ নিরোধ আইন বাস্তবায়ন ও উপজেলাপর্যায়ে বাল্যবিয়ে নিরোধ কমিটির কার্যক্রম বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় ইউএনও অহনা জিন্নাতের সভাপতিত্বে এসব বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাজেদা আরফিন। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ, বাট্টাজোড় ইউপি চেয়ারম্যান জুয়েল তালুকদার, বকশীগঞ্জ উলফান্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, বকশীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান, বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘের কমিউনিটি মবিলাইজার জিএম ফাতিউল হাফিজ বাবু, নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি নুরুল ইসলাম চান, ব্র্যাকের আইন সহায়তা কর্মসূচির ব্যবস্থাপক দেলোয়ার হোসেন। 

কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান, জেন্ডার প্রমোটর, এনজিও প্রতিনিধি, নিকাহ রেজিস্ট্রার উপস্থিত ছিলেন। 

টিএইচ