প্রচণ্ড শীতে জনজীবন যখন বিপর্যস্ত ঠিক সেই মুহূর্তে কিচক প্রেস ক্লাবের সাংবাদিকরা জনকল্যাণে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় সোমবার (১৩ জানুয়ারি) বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- কিচক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ধর্মীয় সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম রাকিব, প্রচার সম্পাদক মো. রুহুল আমিন, সুনীল বরণ সাহা, কিচক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাব্বিন হোসেন, সহ-সভাপতি নুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইমরান হোসেন ফরহাদ। এই সামান্যতম উপহার পেয়ে অনেক খুশি হয়েছেন শীতার্ত মানুষগুলো।
টিএইচ