বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

‘বঙ্গবন্ধুর পরে তার কন্যার সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত নস্যাৎ হয়েছে’

ঝালকাঠি প্রতিনিধি 

‘বঙ্গবন্ধুর পরে তার কন্যার সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত নস্যাৎ হয়েছে’

বঙ্গবন্ধুর বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েছিলো। কোন ষড়যন্ত্রই তাকে দেশপ্রেম থেকে বিচলিত করতে পারেনি। তিনি দেশকে স্বাধীন করে দেশের মানুষকে পরাধীনের শৃঙ্খল মুক্ত করেছেন। 

ঠিক তেমনি তার কন্যা শেখ হাসিনার বিরুদ্ধেও একইভাবে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত এবং ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। সবকিছুই পিছনে ফেলে দৃঢ় প্রত্যয়ে দেশকে উচ্চতার শিখরে পৌঁছাতে সক্ষম হয়েছেন। এভাবেই তিনি আন্তর্জাতিক চক্রান্ত মোকাবেলা করে সুষ্ঠভাবে, ভোটারদের স্বতঃস্ফুর্ত উপস্থিতিতে অংশীদারিত্ব ও গ্রহণযোগ্য নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। 

ঝালকাঠি জেলা পরিষদ আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে আ.লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি একথা বলেন। রোববার (৩ মার্চ) শেখ রাসেল স্টেডিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খাঁন সাইফুল্লাহ পনির। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সহ-সভাপতি আরিফুর রহমান খান, মো. সিদ্দিকুর রহমান, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান শামসুল ইকরাম পিরুসহ আ.লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।

টিএইচ