খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সমপ্রতি বজ্রপাতের আগুনে ক্ষতিগ্রস্ত সাদেক মিয়াকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে দীঘিনালা সেনা জোন ৪ই বেঙ্গল সেনাবাহিনী। একই সঙ্গে উপজেলার জামতলী এলাকায় স্থাপিত পহর লাইব্রেরির জন্য চেয়ার, টেবিল ও বই রাখার জন্য আলমিরা প্রদান করা হয়।
মঙ্গলবার (৭ মে) দীঘিনালা জোন সদরে বজ্রপাতে ক্ষতিগ্রস্ত মো. ছাদেক মিয়া ও পহর লাইব্রেরি পরিচালনা কমিটির সহ-সভাপতি রেডিয়েন ত্রিপুরার হাতে এসব সহযোগিতা তুলে দেন দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল রুমন পারভেজ পিএসসি ও লে. কর্নেল মো. ওমর ফারুক পিএসসি। এসময় উপস্থিত ছিলেন, দীঘিনালা জোনের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ মেহেদি হাসান পিএসসি।
সহায়তা পেয়ে মো. ছাদেক মিয়া বলেন, বজ্রপাতের আগুনে আমার স্ত্রী ও এক সন্তানসহ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। দীঘিনালা জোনের সেনাবাহিনী আমার পাশে দাঁড়িয়েছেন এবং আমাকে আর্থিক সহায়তা করেছে।
টিএইচ