শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
The Daily Post

বদলগাছীতে অবৈধ্য গভীর নলকূপের সেচ বন্ধের নির্দেশ ইউএনওর

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

বদলগাছীতে অবৈধ্য গভীর নলকূপের সেচ বন্ধের নির্দেশ ইউএনওর

নওগাঁর বদলগাছী উপজেলার ৫নং কোলা ইউনিয়নের শ্যামাহার মাঠে ৭০  ফুট দূরত্বে অবস্থিত দুটি গভীর নলকূপ থেকে পানি সেচ নিয়ে সংঘাতের আশঙ্কায় উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সেচ কমিটির অনুমোদনবিহীন গভীর নলকূপ মালিক মো. আবুল হাসনাত চৌধুরীর বিরুদ্ধে পানি সেচ কার্যক্রম বন্ধ রাখার জন্য ১৭ জানুয়ারি বদলগাছী থানার ওসিকে পত্র দ্বারা নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও সেচ কমিটির সভাপতি তৃপ্তি কণা মন্ডল, যা নির্দেশপত্র সূত্রে জানা গেছে। 

কোলা গ্রামের মো. সুজাউল ইসলাম (কুদ্দুস) ২০১৩ সালে শ্যামাহার মৌজার জেএল নং ১৫০ দাগ নং ১১২ জমিতে কমান্ড এরিয়ার মধ্যে বৈধ্য পন্থায় ব্যক্তিগতভাবে একটি ডিজিলচালিত গভীর নলকূপ স্থাপন করে ৬০ একর জমিতে পানি সেচ দিয়ে নিজে ও কৃষকদের ইরি নোরা ধান চাষাবাদ করে আসছে। 

চলতি মৌশুমে হঠাৎ কেশাইল গ্রামের আবুল হাসনাত চীেধুরী, কোলা ইউনিয়নের সাবেক মেম্বার ফারুক হোসেন ও দোলন গং সুজাউল ইসলামের (কুদ্দুস) গভীর নলকূপ থেকে আনুমানিক ৭০-৮০ ফুট ব্যবধানে অবৈধ্যভাবে একটি গভীর নলকূপ বসিয়ে সুজাউল ইসলামের কমান্ড এলাকার ভিতরে জোরপুর্বক পানি সেচ দিচ্ছেন বলে সুজাউল ইসলাম কুদ্দুস জানান। 

এছাড়াও তিনি বলেন, তার কমান্ড এলাকার ভিতরের জমিতে অবৈধ্যভাবে স্থাপনকৃত গভীর নলকূপ থেকে পানি সেচ বন্ধ করার জন্য ইউএনও ও উপজেলা সেচ কমিটির সভাপতির নিকট অভিযোগ করেছেন। শ্যামাহার মাঠের ১০-১৫ জন কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে স্কিমের একক দখল নিতে দুটি গভীর নলকূপ মালিকদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে । দুটি নলকূপের আশেপাশে দিনে ও রাতে বহিরাগত লোকজন আসা যাওয়া করছে। যে কোন সময় সংঘর্ষ শুরু হতে পারে। 

এ বিষয়ে আবুল হাসনাত চৌধুরী বলেন, আমি নতুন করে গভীর নলকূপ স্থাপন করিনি। অনেক আগে থেকেই শ্যামাহার মাঠে আমাদের গভীর নলকূপ ছিল। পাইপ নষ্টের কারণে কয়েক বছর ধরে বন্ধ রাখা হয়েছিল, তখন কয়েকটি অগভীর নলকূপ দিয়ে সেচ কাজ চালু রাখা হয়েছিল। সুজাউল  এ সুযোগ কাজে লাগিয়ে গভীর নলকূপ স্থাপন করেছিল। সুজাউল কৃষকদের নিকট থেকে সেচের টাকা বেশী নিচ্ছিল। এ কারণে আমরা গত বছর গভীর নলকূপটি ঠিকঠাক করেছি। 

ইউএনও ও উপজেলা সেচ কমিটির সভাপতি তৃপ্তি কণা মন্ডল বলেন, উপজেলা সেচ কমিটির অনুমতি ছাড়া অবৈধ্যভাবে আবুল হাসনাত চীেধুরী নতুন করে গভীর নলকূপ স্থাপন করেছে। সেচ নীতি মানায় যে দূরত্ব রয়েছে  সেটিও মানা হয়নি। এতে কোন্দল সৃষ্টি হচ্ছে। নতুন গভীর নলকূপের সেচ কার্যক্রম বন্ধের জন্য থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে। 

বদলগাছী থানার ওসি মাহবুবুর রহমান বলেন, উভয় পক্ষকে নিয়ে সমস্যাটি সমাধানের চেষ্টা চলছে , দ্রুত সমাধান হয়ে যাবে।

টিএইচ