সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

বদলে গেছে আশ্রয়ণের ঘর বসবাসকারীদের জীবন

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি 

বদলে গেছে আশ্রয়ণের ঘর বসবাসকারীদের জীবন

ময়মনসিংহের গফরগাঁওয়ে আশ্রয়ণের ঘর পেয়ে পরিবারের অবস্থার পরিবর্তন হয়েছে। সরকারের ঘর পেয়ে মেয়েদের বিয়ে দিতে পারছে। অন্যের জমিতে যারা কাজ করতেন তাদের অনেকেই ছোটখাটো ব্যবসা করছেন। 

কেউ অটোরিক্সা চালিয়েও জীবিকা নির্বাহ করছেন। মহিলারা গরু, ছাগল লালন পালনের পাশাপাশি সেলাইয়ের কাজ করেছেন। নানা ধরনের আয়বর্ধক কাজে জড়িয়ে এখন অর্থনৈতিকভাবে সচ্ছল। 

সরেজমিনে দেখা যায়, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচভাগ ইউনিয়নের গাভীশিমুল গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ৫২টি ঘরের মধ্যে একটি ঘরে আশ্রয় মিলে সুফিয়ার পরিবারের। সুফিয়া (৪২) তার স্বামী ওয়াকিল মিয়া (৫০) সাথে পরের জমিতে ছোট্ট একটি কোড়ের ঘরে এক ছেলে ও দুই মেয়ে নিয়ে বহু কষ্ট করে থাকতো। 

প্রাপ্ত বয়স্ক মেয়েকেও বিয়ে দিতে পারছিলেন না। সরকারের ঘর পেয়ে মাথা গোঁজার ঠাঁই হলো। বড় মেয়েকে ভালো ঘরে বিয়ে দিতে পারলেন। সরকারের দেয়া ঘরে আশ্রয় পেয়ে সুফিয়া পরিবারের আয়েও ভূমিকা রাখতে শুরু করে। আশ্রয়ণের ঘরের পাশে একটি একচালা ঘরে গরু পালন শুরু করে। একটি গাভীর দুধ বিক্রি করে সে দৈনিক ১৬০ টাকা আয় করে এখন পরিবারের আয়ে ভূমিকা রাখছে।   

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও এমপি ফামহী গোলন্দাজ বাবেল বলেন, আওয়ামী লীগের রাজনীতি দেশ ও জনকল্যাণমুখী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অভূতপূর্ব উন্নয়নের পাশাপাশি লাখো অসহায় নিরাশ্রয় পরিবারকে মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। এজন্যই আওয়ামী লীগ সরকার বার বার দরকার।

টিএইচ