সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩১
The Daily Post

বন বিভাগের অফিসে আবারও বাঘ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি 

বন বিভাগের অফিসে আবারও বাঘ

সুন্দরবনের অভয়ারণ্যে কেন্দ্রের সামনে আবারও বাঘের দেখা পেয়েছে বনরক্ষীরা। বাঘের ভিডিও ধারণ করে গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন মোস্তাক আহমেদ নামের এক বনরক্ষী। 

এক মিনিট ষোলো সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বাঘটি ব্যারাকের সামনে ঘোরাফেরা করছে। পরে লোকজনের উপস্থিতি টের পেয়ে বনের দিকে চলে যায়।

ভিডিও ধারণকারী কচিখালী অভয়ারণ্য অফিসের বনরক্ষী মোস্তাক আহমেদ বলেন, ডিউটি শেষে রাতে ঘুমিয়ে পাড়ি। গত মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে দেখি কেন্দ্রের বাইরে একটি বাঘ দাড়িয়ে রয়েছে। হঠাৎ করে বাঘটি থেকে হতভম্ভ হয়ে যাই। ভয়ে ভয়ে মোবাইল দিয়ে ভিডিও করা শুরু করি। একটু পরে বাঘটি বনের দিকে চলে যায়।

এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের  শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মাহাবুব হোসেন বলেন, এর আগেও এলাকায় তিনটি বাঘের আনাগোনা দেখা গেছে। এর মধ্যে একটি বাচ্চা আর দুটি পরিণত। অভয়রণ্য এলাকায় সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় বাঘগুলো অবাধে বিচরণ করতে পারছে। 

এ কারণেই সেখানে দায়িত্ব কর্মকর্তারা বাঘের দেখা পাচ্ছেন। আমরা তাদেরকে সতর্ক থাকতে বলেছি। এছাড়া বনে বাঘ বৃদ্ধি পেয়েছে দাবি করেন তিনি।

টিএইচ