বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

বন্দরে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত আটক চার

নারায়নগঞ্জ প্রতিনিধি

বন্দরে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত আটক চার

বন্দরে পোড়া তেলের ব্যবসার আধিপত্য নিয়ে ক্যাপ রোমান ও অনিক গ্রুপের সংঘর্ষে ক্যাপ রোমান (৩৬) নিহত হয়েছে। গত শুক্রবার রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন ঘারমোরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

নিহত রোমান বন্দর মদনগঞ্জ এলাকার সৈয়াল বাড়ি ঘাট এলাকার আদু মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানাগেছে, পোড়া তেলের আধিপত্য বিস্তার নিয়ে বন্দর মদনগঞ্জ এলাকার সৈয়াল বাড়ি ঘাট এলাকার আদু মিয়ার ছেলে ক্যাপ রোমান ও বন্দর উপজেলার ঘারমোরা সরদার বাড়ি এলাকার মহিদ মিয়ার ছেলে অনিক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। 

এর আগেও এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এদিকে শুক্রবার রাতে রোমানকে পেয়ে অনিক ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রোমানের ওপর হামলা চালায়। এতে ক্যাপ রোমান ঘটনাস্থলে গুরুতর জখম হয়। স্থানীয়দের সহযোগিতায় রোমানকে নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে চারজনকে আটক করে। বর্তমানে ঘারমোরা এলাকা থমথমে বিরাজ করছে।

টিএইচ