বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বন্ধ পাটকল চালুর দাবিতে মানববন্ধন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

বন্ধ পাটকল চালুর দাবিতে মানববন্ধন

জামালপুরের সরিষাবাড়ীতে বন্ধ হয়ে যাওয়া আলহাজ জুট মিল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছে কারখানার শ্রমিকরা। রোববার (২৪ নভেম্বর) উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন দিগপাইত-ভুয়াপুর প্রধান সড়কে এ মানববন্ধনের আয়োজন করে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দল আলহাজ জুট মিল শাখা।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৬৭ সালে পৌরসভার মাইজবাড়ী এলাকায় স্থাপিত হয় আলহাজ জুটমিলস লিমিটেড। এখানে পাটের তৈরি বস্তা, ব্যাগ, ও কার্পেটের সুতা তৈরি হতো। কারখানায় প্রায় ৩ হাজারের বেশি নারী-পুরুষ শ্রমিক কর্মরত ছিলেন। এতে দৈনিক প্রায় ১৫ টন পণ্য উৎপাদন হতো। 

হঠাৎ ২০১৮ সালের ২০ জুলাই প্রায় ৮০ কোটি টাকা লোকসান ও ১৫ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে পূর্ব ঘোষণা ছাড়াই কারখানাটি বন্ধ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। এতে কর্মসংস্থান হারিয়ে বেকারত্ব হয়ে পড়ে কারখানার শ্রমিকরা।  বক্তারা আলহাজ জুটমিলসহ সব শিল্প কারখানা পুনরায় চালুর দাবি জানান। 

মানববন্ধনে বক্তব্য  দেন- জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উদ্দিন আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান আদম, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম তালুকদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দুলাল মিয়াসহ অনেকেই। মানববন্ধনে দলীয় নেতাকর্মীসহ প্রায় সহস্রাধিক নারী-পুরুষ শ্রমিক অংশগ্রহণ করেন।

টিএইচ