মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
The Daily Post

বন্যার্তদের মধ্যে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সহায়তা প্রদান

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি

বন্যার্তদের মধ্যে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সহায়তা প্রদান

গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যওয়া বিভিন্ন এলাকা পরিদর্শন করেন খাগড়াছড়িতে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. রাইসুল ইসলাম। 

রোববার (২৫ আগস্ট) গুইমারা উপজেলার হাজীপাড়া, আমতলী পাড়া, বড়পিলাক ও হাফছড়িসহ বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে স্থানীয় শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন রিজিয়ন কমান্ডার। 

এ সময় তিনি বলেন, গুইমারা রিজিয়নের আওতাধীন বন্যা কবলিত প্রতিটি এলাকায় পানিবন্দি মানুষদের উদ্ধারের পাশাপাশি সেনা সদস্যরা খাদ্যসামগ্রী বিতরণ অব্যহত রেখেছে। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী অসহায় মানুষের পাশে আছে ভবিষ্যতেও থাকবে। 

এ সময় রিজিয়নের বি.এম মেজর খালেদ মোহাম্মদ সালাউদ্দিন, জি.টু.আই মেজর মিয়াম সাইফুল ইসলামসহ সামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিএইচ