রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বরগুনা প্রেস ক্লাবে হামলার প্রতিবাদে মানববন্ধন

বরগুনা প্রতিনিধি

বরগুনা প্রেস ক্লাবে হামলার প্রতিবাদে মানববন্ধন

বরগুনা প্রেস ক্লাবে ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শনিবার (২ মার্চ) বরগুনা প্রেস ক্লাব চত্বরে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাবেশ ও মানববন্ধনে বরগুনার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতারাসহ বরগুনা প্রেস ক্লাব, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম, জেলা অনলাইন সাংবাদিক ফোরাম, জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরাম, জেলা অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম, জেলা রিপোর্টার্স ইউনিটির নেতারা উপস্থিত ছিলেন।

বরগুনা প্রেস ক্লাবের সভাপতি অ্যাড. মোস্তফা কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন বরগুনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আব্দুর রশিদ মিয়া, বরগুনা জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি অ্যাড. এম মজিবুল হক কিসলু, অ্যাড. সঞ্জীব কুমার দাস, বরগুনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার প্রমুখ।

সমাবেশ ও মানববন্ধনে নেতারা বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে বরগুনায় অপসাংবাদিকতার মাধ্যমে চাঁদাবাজিসহ নানা অপকার্যকলাপ চালিয়ে আসছিলো। তাদের এসব কর্মকান্ডের বিরুদ্ধে অবস্থান নেয়ায় বরগুনা প্রেস ক্লাবের উপর ক্ষিপ্ত হয়ে তারা এ হামলা চালায়। বক্তারা এই হামলার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

টিএইচ