বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বরগুনায় গ্রেপ্তার সাবেক চেয়ারম্যানের আদালতে জামিন

বরগুনা প্রতিনিধি

বরগুনায় গ্রেপ্তার সাবেক চেয়ারম্যানের আদালতে জামিন

বরগুনায় ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া এক ছাত্রের বাসায় হামলা ভাঙচুর চালানো মামলায় বরগুনা জেলা শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি ও বরগুনা সদর উপজেলার ৩নং ফুলঝুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার বরগুনা শহর থেকে গোলাম কিবরিয়াকে গ্রেপ্তার করে বরগুনা সদর থানা পুলিশ। 

৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ছাত্র আন্দোলনকারী মীর নিলয়ের বাসায় হামলা, ভাঙচুরের ঘটনায় একটি মামলা হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২১ অক্টোবর) সদর থানা থেকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে জামিন দিয়েছে।

এ ব্যাপারে বরগুনা সদর থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, গোলাম কিবরিয়াকে বরগুনা থানার একটি তদন্তাধীন মামলায় গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

টিএইচ