‘আস্থার দীপ্তি, তারুণ্যের মুক্তি’ স্লোগানে বরগুনায় ‘শান্তি সমপ্রীতি ও আমরা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বরগুনা প্রেস ক্লাব মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রুপান্তরের আয়োজনে এবং জেলা নাগরিক প্লাটফর্মের সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক চিত্তরঞ্জন শীল ও সঞ্চালনায় ছিলেন নাগরিক প্লাটফর্মের সিনিয়র সদস্য মনির হোসেন কামাল।
এ সময় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন বরগুনা প্রেস ক্লাবের সভাপতি অ্যাড. সোহেল হাফিজ, নাগরিক প্ল্যাটফর্মের সিনিয়র সদস্য জাকির হোসেন মিরাজ, বাংলানিউজের জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম মেহেদীসহ নাগরিক প্লাটফর্মের সকল সদস্যরা।
সভায় জেলার মুসলমান, হিন্দুদের মধ্যে যাতে সামাজিক সমপ্রীতি বজায় থাকে সে ব্যাপারে সমাজে সব স্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়। সমাজে শান্তি সমপ্রীতি রক্ষা করতে হলে প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় অন্তর্ভুক্ত করতে হবে।
তাদের সমাজের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অংশগ্রহণ বাড়াতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীরা আমাদের সমাজে বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে সুতরাং তাদের সম্মান ও মর্যাদা দিতে হবে।
টিএইচ