বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বরগুনায় দুই গ্রুপের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

বরগুনা প্রতিনিধি

বরগুনায় দুই গ্রুপের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নে দুই গ্রুপের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে ৩নং ওয়ার্ডের পাকুরগাছিয়া ঠান্ডার ক্লাব নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম পনু একই এলাকার মোসলেম আলী আকনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনী পূর্ব শত্রুতার জেরে আয়লা পাতাকাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান সদস্য মোতাহার মৃধা ও সাবেক সদস্য শফিকুল ইসলাম পনু দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০-১৫ জন আহত হয়।

আহত ৭ জনকে বরগুনা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম পনুকে মৃত ঘোষণা করেন। বাকিদের মধ্যে ৩ জনকে আশংঙ্কাজনক অবস্থায় রাতেই বরিশাল শেরে- ই- বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

বরগুনা সদর থানার ওসি আলী আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

টিএইচ