রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বরগুনায় নার্সদের একদফা দাবিতে পতাকা মিছিল

বরগুনা প্রতিনিধি

বরগুনায় নার্সদের একদফা দাবিতে পতাকা মিছিল

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের বিতর্কিত মন্তব্যের জেরে বরগুনা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ও জেনারেল হাসপাতালে কর্মরত নার্সরা একদফা দাবিতে পতাকা মিছিল ও প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেন। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বরগুনা জেনারেল হাসপাতাল থেকে পতাকা মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে তারা মানববন্ধন করেন। তাদের একদফা দাবি না মানলে এ সময় তারা কর্মবিরতিরও হুমকি দেন।

সমাবেশে বক্তারা তাদের এক দফা দাবি পূরণের জন্য কঠোর হুঁশিয়ারি দেন। তাদের দাবি হচ্ছে- নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্সদের নিয়োগ দিতে হবে।

আন্দোলনকারীরা জানান, পূর্বে এই দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়া হলেও ১২ সেপ্টেম্বর পুনরায় একজন নন-নার্স প্রশাসনিক কর্মকর্তাকে রেজিস্ট্রার পদে পদায়ন করা হয়েছে, যা নার্সদের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে।

বক্তারা বলেন, ৮ সেপ্টেম্বর মাকসুরা নূর নার্সদের পেশাকে হেয় করে বক্তব্য দেন। যেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নার্সদের ২য় শ্রেণির পদমর্যাদা প্রদানকে ভুল বলে উল্লেখ করেন। এর পরিপ্রেক্ষিতে নার্স সমাজ ক্ষোভে ফেটে পড়ে, যা ৯ সেপ্টেম্বর থেকে আন্দোলনে রূপ নেয়।

সমাবেশে বক্তব্য রাখেন বরগুনা নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ মরিয়ম আক্তার খাতুন, বরগুনা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জাকিয়া পারভীন, বরগুনা নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সালমান রহমান শুভ, লামিয়া আক্তার রিতু প্রমুখ।

টিএইচ