বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বরগুনায় পুলিশের বাধায় বিএনপির পথযাত্রা পণ্ড

বরগুনা প্রতিনিধি

বরগুনায় পুলিশের বাধায় বিএনপির পথযাত্রা পণ্ড

খালেদা জিয়ার মুক্তি, সরকার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরগুনা জেলা বিএনপির উদ্যোগে পথযাত্রায় পুলিশের বাধা ও লাঠিচার্জে ১৫ নেতাকর্মী আহত হয়েছে। 

শনিবার (১৯ আগস্ট) সকাল থেকে খণ্ড খণ্ড মিছিলে নেতাকর্মীরা সমবেত হয় বিএনপি কার্যালয়ের সামনে। সেখান থেকে পথযাত্রা বের হয়ে প্রেস ক্লাব চত্বর পৌঁছলে পুলিশ তাতে  বাধা দেয়। এক পর্যায়ে নেতাকর্মীরা উত্তেজিত হলে পুলিশ লাঠিচার্জ করে পথযাত্রাটি ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কিছু নেতাকর্মী আহত হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হালিম,  যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েলসহ ছাত্রদল, মহিলা দল,  স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি পথযাত্রা বের করে প্রেস ক্লাব চত্বরে আসলে পুলিশ তাতে বাধা প্রদান করে। পরে আমাদের নেতাকর্মীর উপরে লাঠিচার্জ করেন তারা। এতে আমাদের কমপক্ষে ১৫ জন নেতাকর্মী আহত হয়। 

এ ব্যাপারে বরগুনা সদর থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, আমরা কোন লাঠিচার্জ করিনি নিজেদের ধাক্কাধাক্কিতে হয়তো কেউ আহত হতে পারে। 

টিএইচ