রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বরগুনায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

বরগুনা প্রতিনিধি

বরগুনায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে মঙ্গলবার (৫ ডিসেম্বর) বরগুনা সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের জন্য প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে বরগুনা জেলায় কর্মরত অধিকাংশ গণমাধ্যম কর্মীসহ মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক খান ছালামাতুল্লাহ মতি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন।

 প্রেস ব্রিফিং এ সিভিল সার্জন ডা. মো. ফজলুল হক জানান, বরগুনা জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১৩ হাজার ৬৫৫ জন। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ১ লাখ ৩ হাজার ৫৫৩ জন। মোট শিশু সংখ্যা ১ লাখ ১৭ হাজার ২০৮ জন।

বরগুনা জেলায় ৯১৮ টি স্থায়ী ও অস্থায়ী টিকা কেন্দ্রে মোট ১৯০২ জন স্বেচ্ছাসেবক, ১৩৬ জন স্বাস্থ্য সহকারী ১৭৯ জন, পরিবার কল্যাণ সহকারী ১২৮ জন, সিএইচসিপি ১২৮ জন পৌর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মী ৩০ জন। আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে দায়িত্ব পালন করবেন।

টিএইচ