বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বরগুনায় সাংবাদিকতার নীতিমালা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

বরগুনা প্রতিনিধি 

বরগুনায় সাংবাদিকতার নীতিমালা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

বরগুনা প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে প্রেস ক্লাবের আয়োজনে বুধবার (২৯ নভেম্বর) সাংবাদিকতার নীতিমালা বিষয়ক একদিনের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। 
ওই উদ্বোধনী অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি অ্যাড. সঞ্জীব দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মশালার আহ্বায়ক জ্যেষ্ঠ সাংবাদিক চীত্ত রঞ্জন শীল, প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, মো. হাসানুর রহমান ঝন্টু, মনির হোসেন কামাল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. গোলাম মোস্তফা কাদের, বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি অ্যাড. সোহেল হাফিজ প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন বরগুনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার । প্রশিক্ষণে ৫৫ সাংবাদিক অংশগ্রহণ করেন।
 
টিএইচ