রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বরগুনায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

বরগুনা প্রতিনিধি

বরগুনায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

বরগুনা জেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বরগুনা সদর থানার ওসি দেওয়ান জগলুল হাসান গ্রেপ্তারের বিষয়টি জানান। 

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাতে বরগুনা সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নের রোডপাড়া এলাকার নিজ বাড়ি থেকে আব্বাস হোসেন মন্টু মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তবে কোনো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানায়নি পুলিশ।

এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আব্বাস হোসেন মন্টু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণের পর মামলা বা অভিযোগের বিষয় জানানো হবে।

টিএইচ