রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বরগুনায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলো ২২ তরুণ-তরুণী

বরগুনা প্রতিনিধি

বরগুনায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলো ২২ তরুণ-তরুণী

বরগুনায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশের চাকরি পেয়েছেন ২২ তরুণ-তরুণী। এই চাকরি পেতে অনলাইন আবেদন খরচ বাবদ জনপ্রতি খরচ হয়েছে মাত্র ১২০ টাকা। 

গত শনিবার রাতে বরগুনা পুলিশ লাইনে নতুন চাকরি পাওয়ায় এই তরুণ-তরুণীদের পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করেন বরগুনা পুলিশ সুপার মো. আব্দুস সালাম। এতে ১৯ জন ছেলে ও ৩ জন মেয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। 

এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা পুলিশ। কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুষ ছাড়াই পুলিশের গর্বিত সদস্য হতে পেরে খুশিতে আত্মহারা হত দারিদ্র ও মধ্যবিত্ত পরিবারে এসব তরুণ-তরুণী।

 নিজ যোগ্যতা ও মেধায় চাকরির ফলাফল পাওয়া ২২ জন তরুণ-তরুণী আনন্দে বিমোহিত হয়। এ সময় পুলিশের ড্রিল শেড মুহূর্তের মধ্যে পরিণত হয় আনন্দ ও কান্নার মিলনমেলায়। অনেকের নাম ঘোষণার পরপরই দুই নয়ন অশ্রুতে ভিজে যায়। অনেকেই চাকরি পেয়ে আনন্দ উল্লাস করে।

বরগুনা পুলিশ সুপার মো. আব্দুস সালাম বলেন, ‘নিজের যোগ্যতা ও মেধার ভিত্তিতে চাকরি পেল ২২ জন তরুণ-তরুণী। যারা নিয়োগ পেয়েছেন তারা সবাই নিজেদের যোগ্যতা ও মেধায় উত্তীর্ণ হয়েছেন। 

এতে তাদের কোনো যোগাযোগ, লবিং ও ঘুষ বিনিময় করতে হয়নি। তাদের মাত্র ১২০ টাকা আবেদন করতে খরচ হয়েছে।  আশা করি আজকে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ পুলিশের নতুন সদস্য হলেন তারা সবাই দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা।

টিএইচ