সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বরিশালে অবৈধ জালসহ ট্রলার জব্দ

বরিশাল ব্যুরো  

বরিশালে অবৈধ জালসহ ট্রলার জব্দ

বরিশালের মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদীতে শুক্রবার (২১ জুন) সকালে মৎস্য অধিদপ্তরের অভিযানে ১টি বেহুন্দি জাল, ১০টি চায়না দুয়ারি জাল ও ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। 

যার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। অন্যদিকে বৃহস্পতিবার বিকেলে মুলাদী উপজেলার নুন্দীর বাজার-সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও হিজলা থানা-পুলিশের যৌথ অভিযানে ১টি বিশাল মশারি জালসহ ট্রলার জব্দ করা হয়েছে। 

পরে মশারি জালটি পুড়িয়ে বিনষ্ট করা হয়। এবং জব্দকৃত ট্রলার পরবর্তীতে নিলামে বিক্রি করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। তিনি জানান, জেলে আলাউদ্দিন সরদারের পুত্র রাহাত সরদার অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

মোবাইল কোর্ট পরিচালনা করেন মুলাদী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নিজাম উদ্দিন। মুলাদী ও হিজলা থানা-পুলিশ যৌথ অভিযান করেন।

টিএইচ