সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বরিশালে অ্যাডভোকেসি সভা

বরিশাল ব্যুরো  

বরিশালে অ্যাডভোকেসি সভা

বরিশালে প্রতিবন্ধী শিশুদের ক্ষমতায়ন কর্মসূচি আওতায় আনার দাবিতে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা আভাসের আয়োজনে রোববার (১০ নভেম্বর) আভাস প্রশিক্ষণ কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শামীম চৌধুরী। আভাসের কার্যনির্বাহী সদস্য জাহানারা বেগম স্বপ্নার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল সরকারি মহিলা টিটিসির অধ্যক্ষ আহমেদ আলী ইমরান। 

সভার সঞ্চালনা করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রদীপ দাস ও প্রজেক্ট অফিসার কান্তা দে। বিভিন্ন ট্রেড প্রশিক্ষণের মাধ্যমে এই শিশুদের অশিক্ষিত করে ক্ষমতায়ন করার লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়।

টিএইচ