নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে গেল তিনদিনে ৪৯ জেলেকে কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি ৩ লাখ ৫৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর থেকে ১৬ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বরিশাল বিভাগে ৪৫৫টি অভিযান চালানো হয়েছে এবং ১৪৩শ মোবাইল কোর্ট পরিচালনা করার পাশাপাশি ৭২টি মামলা করা হয়েছে।
যে সময়ে বরিশাল বিভাগে ৯৫ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ৭২৬ বার বিভিন্ন মাছঘাট, ১ হাজার ৩৫৯ বার বিভিন্ন আড়ত ও ৭৬৮ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা। আর গত দুদিনের অভিযানে ২ হাজার ৫৭০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
পাশাপাশি ২ কোটি ৬১ লাখ ৮০ হাজার ৬শ টাকা মূল্যের ১১ লাখ ৪০ হাজার ৬শ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এছাড়া নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলাম করে ৩৯ হাজার ৫শ টাকা আয় হয়েছে।
মৎস্য বিভাগের উপ পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানান, গত ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য উপকূলের সাত হাজার বর্গকিলোমিটারের মূল প্রজননস্থলসহ সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ ও বিপণন নিষিদ্ধ থাকছে। উল্লেখ্য বরিশাল বিভাগের ৬ জেলার ৩ লাখ ১৯ হাজার ৮৩০ জন জেলেকে ৭ হাজার ৯৯৬ টন চাল বিতরণ করা হবে।
টিএইচ