সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বরিশালে উপবৃত্তি বাস্তবায়নে বিভাগীয় প্রশিক্ষণ

বরিশাল ব্যুরো  

বরিশালে উপবৃত্তি বাস্তবায়নে বিভাগীয় প্রশিক্ষণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষা সহায়তা ট্রাস্ট। প্রধানমন্ত্রীর যুগোপযোগী পদক্ষেপের কারণে বিগত ১৪ বছরে শিক্ষার হার ৫০ থেকে ৭৫ শতাংশে উন্নীত করা সম্ভব হয়েছে। শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি পেয়ে লাখ লাখ শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণের পথ খুলেছে। ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতকপর্যায়ের শিক্ষার্থীরা বৃত্তি পাচ্ছে। 

গত বৃহস্পতিবার সকালে ‘সমন্বিত উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত বিভাগীয় পর্যায়ের ওরিয়েন্টেশন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) আ ন ম আল ফিরোজ। 

বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পরিচালক (যুগ্ম সচিব) কাজী দেলোয়ার হোসেন, বরিশালের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, শিক্ষা সহায়তা ট্রাস্টের স্কিম পরিচালক (উপসচিব) মোহাম্মদ আসাদুল হক।

গত বৃহস্পতিবার দিনব্যাপী এ প্রশিক্ষণে বরিশাল বিভাগের বিভিন্নপর্যায়ের শিক্ষা কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা অংশগ্রহণ করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারা দেশে দরিদ্রের কারণে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার মূলধারায় নিয়ে আসার লক্ষ্যে এ বৃত্তি প্রদান করা হচ্ছে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে বরিশাল বিভাগে উপবৃত্তির আওতায় মোট ৩ লাখ ৫০ হাজার ৭৫৯ জন শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে।

টিএইচ