শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১
The Daily Post

বরিশালে ছাত্রশিবিরের সাথী সমাবেশ

বরিশাল ব্যুরো  

বরিশালে ছাত্রশিবিরের সাথী সমাবেশ

‘দাওয়াত এবং প্রশিক্ষণে মজবুত হবে সংগঠন, জ্ঞানের আলোয় গড়বো সমাজ, সফল হবে আন্দোলন’ এই স্লোগানকে সামনে রেখে বরিশালে ইসলামী ছাত্রশিবিরের সাথী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) দিনব্যাপী নগরীর অশ্বিনী কুমার টাউন হলে ছাত্রশিবির বরিশাল অঞ্চলের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পাদক গালিব আব্দুল্লাহর সভাপতিত্বে ও বরিশাল মহানগর ছাত্র শিবিরের সভাপতি রিয়াজুল ইসলামের সঞ্চালনায় এ সমাবেশের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এবং প্রধান বক্তা ছিলেন সংগঠনের বরিশাল মহানগরের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর। এছাড়াও জেলা-মহানগরের নেতারাসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান বক্তা জানান, বৈষম্য দূর করতে হলে ইমানের সঙ্গে নিজেকে চলতে হবে। নিজেরকে প্রস্তুত করতে হবে আল্লাহর নামে। বৈষম্যবিরোধী ফিরিয়ে এনে বিজয় করতে আমাদের আরও অনেক কাজ করতে হবে। সমাবেশে বক্তারা সংগঠনকে শক্তিশালী করতে বিভিন্ন দিক নির্দেশনা দেন।

টিএইচ