সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বরিশালে জামায়াত-বিএনপির ১১ নেতাকর্মী আটক

বরিশাল ব্যুরো  

বরিশালে জামায়াত-বিএনপির ১১ নেতাকর্মী আটক

ঢাকায় পুলিশের ওপর হামলা, হরতালে ভাঙচুরের ঘটনায় বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব, যুগ্ম সম্পাদকসহ একাধিক নেতাকর্মীর বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। একই সময় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত, বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১১ নেতাকর্মীকে আটক করার খবর জানিয়েছে পুলিশ। 

যার মধ্যে মহানগর বিএনপি সাতজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে, আর জামায়াতের পক্ষ থেকে দুজনকে আটক করার কথা জানানো হয়েছে। এরই মধ্যে গত সোমবার রাতে বরিশাল নগরের পোর্টরোডে মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিলও করেছে নেতাকর্মীরা।

নেতাকর্মীরা জানিয়েছেন, মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর ছাড়াও জামায়াতের কর্মী সাইফুল ইসলামকে আটক করা হয়েছে।
দুজন জামাত নেতাকর্মীকে আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, নগরের আমতলা মোড় এলাকার বাসা থেকে জামায়াতের আমির ও কর্মীকে আটক করা হয়েছে। 

পুরনো মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলেও জানান তিনি। অপরদিকে মহানগর বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) জাহিদুর রহমান রিপন জানিয়েছেন, বিএনপির দেশব্যাপী তিনদিনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ ও যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন শিকদারের বাসাসহ নগরের প্রায় প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের বাসায় তল্লাশি চালিয়েছে। পাশাপাশি নগরের বিভিন্ন স্থান থেকে এখন পর্যন্ত সাতজন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে আটক করেছে।

কোতোয়ালি মডেল থানার এসআই আরাফাত হাসান জানান, ঢাকায় পুলিশের ওপর হামলার ভিডিও ফুটেজ দেখে মহানগর ছাত্রদলের ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. তুষারকে শনাক্ত করা হয় এবং রাতে তাকে আটক করা হয়েছে। আরও যাচাই-বাছাই শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচ