সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩১
The Daily Post

বরিশালে দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া

বরিশাল ব্যুরো  

বরিশালে দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া

বরিশালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের ৬ কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে যে ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি জানিয়েছেন ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে কোপাকুপি করেছে কিশোর গ্যাং। এই ঘটনায় ধারালো দেশীয় অস্ত্র দাসহ একজনকে আটকও করেছে পুলিশ। 

গত বৃহস্পতিবার রাতে নগরীর বগুড়া রোডে এই ঘটনা ঘটেছে। আহত ছাত্রলীগ কর্মীদের অভিযোগ, সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু দীর্ঘদিন ধরেই কলেজ ছাত্রলীগের কার্যক্রমে বাঁধা দিয়ে আসছিলেন।

বরিশাল কলেজের কোন শিক্ষার্থী ছাত্রলীগের কর্মসূচিতে আসলে তাদের ভয়ভীতি দেখানো নিয়ে বিরোধ বাঁধে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে। তারই জের ধরে রাতে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ২ জনকে কুপিয়ে ও ৪ জনকে পিটিয়ে গুরতর আহত করে। 

আহতরা হলেন, ছাত্রলীগের কর্মী এইচ এম রিশাদ মাহমুদ, মারুফ, সোহান, অনিক, খালিদ, এভ্রিল, ইমন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাহাদাৎ হোসেন জানান, আহতদের মধ্যে রিশাদ মাহামুদকে গুরুত্বর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

বরিশাল কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানউল্লাহ বারী বলেন, স্থানীয় দ্বন্দ্ব নিয়ে দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে। আমরা নাজিম মাহমুদ রাফি নামে একজনকে ধারালো দাসহ আটক করেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ঘটনার পর থেকেউ উতপ্ত রয়েছে নগরীর বগুরা রোড, বরিশাল কলেজ এলাকা।

টিএইচ