বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কালাবদর নদীর শ্রীপুর নামক এলাকায় কোস্টগার্ড ও জেলেদের মধ্যে সংঘর্ষে এক জেলে নিহতের ঘটনা ঘটেছে। নিহত মিরাজ ফকির (৩০) মেহেন্দিগঞ্জের মিয়ারচর গ্রামের ফখরুল ইসলাম ফকিরের ছেলে।
গত সোমবার দিবাগত রাতের দিকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বসে নিহত হয়েচে বলে জানিয়েছেন ভাই রবিউল ফকির। রবিউল আরও জানান, সোমবার দিবাগত রাতের দিকে কালাবদর নদীর শ্রীপুর এলাকায় তার ভাই মিরাজ ফকির অন্য জেলেদের সঙ্গে মাছ ধরছিলেন।
এ সময় কোস্টগার্ডের একটি স্পিডবোট জেলেদের নৌকার ওপর দিয়ে উঠিয়ে দেয়ায় তার ভাই মিরাজ গুরুতর আহত হয়। এ সময় অন্য জেলেরা গুরুতর অবস্থায় মিরাজকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা মিরাজকে মৃত বলে ঘোষণা করেন।
হিজলা নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, কোস্টগার্ডের সদস্যরা কালাবদর নদীর শ্রীপুর এলাকায় অভিযানে গেলে জেলেরা তাদের ওপর হামলা চালায়। এ সময় জেলেদের সাথে কোস্টগার্ডের সংঘর্ষে মিরাজ ফকির গুরুতর আহত হন।
পরবর্তী সময়ে তাকে (মিরাজ)সহ অন্য জেলেরা উদ্ধার করে বরিশাল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে মিরাজের লাশ হাসপাতাল মর্গে রয়েছে। কোস্টগার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, তাদের কোনো অভিযান ছিল না। এ ঘটনার সাথে অন্য কেউ জড়িত থাকতে পারে।
টিএইচ