শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১
The Daily Post

বরিশালে নিপীড়নবিরোধী মঞ্চের প্রতিবাদ সমাবেশ

বরিশাল ব্যুরো  

বরিশালে নিপীড়নবিরোধী মঞ্চের প্রতিবাদ সমাবেশ

দেশজুড়ে লুটপাট, অগ্নিসংযোগ, শিল্পীদের ওপর হামলা সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিপীড়নবিরোধী মঞ্চ বরিশালের ব্যানারে শনিবার (১০ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ করে তারা। 

এতে বরিশালের বিভিন্ন মন্দিরসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়। সমাবেশর এক পর্যায়ে সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকে তারা। 

আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, সরকার পতনের পর থেকে সারাদেশে হিন্দু সমপ্রদায়ের উপর হামলা হচ্ছে, তাদের ঘরবাড়ি ভাংচুর করছে। সমাবেশ থেকে তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যারা এ ধরনের কাজে জড়িত তাদের বিচার দাবি করেন। 

আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, পূর্জা উদযাপন পরিষদের বরিশাল জেলার সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার চক্রবর্তী, ভানু লাল দে, বিশু ঘোষসহ আরও অনেকে। পরে তারা একটি মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

টিএইচ