সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বরিশালে নৌ ও সড়ক পথে নিরাপত্তা নিশ্চিত করা হবে: পুলিশ সুপার

বরিশাল ব্যুরো

বরিশালে নৌ ও সড়ক পথে নিরাপত্তা নিশ্চিত করা হবে: পুলিশ সুপার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌ পথে নির্বিঘ্নে যাতায়াত ও যাত্রীদের নিরাপত্তার জন্য জেলার ৪০ টি লঞ্চ, স্পিডবোট ঘাট ও ট্রলার ঘাটে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হবে। সেলক্ষ্যে নৌ-পুলিশের সাথে সমন্বয় করে প্রতিটি লঞ্চঘাটে আলাদা নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। 

পাশাপাশি হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় করে ভূরঘাটা থেকে বাকেরগঞ্জ পর্যন্ত ৮০ কিলোমিটার মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনাকে নতুন করে সাজানো হবে। সেইসাথে গৌরনদী, মাহিলারা, ইচলাদি ও বাকেরগঞ্জ বন্দরে ট্রাফিক পরিদর্শকদের সার্বক্ষনিক দায়িত্ব দেয়া হবে। যাতে সড়ক পথেও ঈদে ঘরমুখো জনসাধারণের নিরাপদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে জেলা পুলিশ প্রয়োজনীয় সকল স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে। 

মঙ্গলবার (৪ এপ্রিল) বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলার বিষয়ক এক মতবিনিময় সভায় একথা বলেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। জনগণ যাতে নির্বিঘ্নে ও শান্তিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে পারে সে লক্ষে সকলের সহযোগীতা কামনা করে তিনি আরো বলেন, আমাদের আওতায় ইচলাদীতে দুটি সেতুর টোলঘর রয়েছে। 

যেখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, এবারে আমরা টোল আদায়কারীদের সাথেও কথা বলবো। যাতে ড্রাইভার বা হেলপার নয়, তাদের লোকজনও এগিয়ে যায় টোল আদায়ের জন্য।  প্রয়োজনে দুই সারিতে ২০-৩০ জন স্বেচ্ছাসেবক রাখতে হবে টোল আদায়কারীদের।

যাতে করে তারা স্লিপ নিয়ে অগ্রিম টোল আদায় করতে পারে। তাহলে টোল আদায়ে যানবাহনের লম্বা সারি হবে না। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শাহজাহান হোসেনসহ প্রমুখ।

টিএইচ