বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বরিশালে নৌবাহিনীর যুদ্ধজাহাজ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত

বরিশাল ব্যুরো  

বরিশালে নৌবাহিনীর যুদ্ধজাহাজ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বরিশালে সর্বসাধারণের পরিদর্শনের জন্য গত মঙ্গলবার উম্মুক্ত রাখা হয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ বনৌজা শহীদ ‘দৌলত’। গত মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কীর্তনখোলা নদীর তীরে মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন বিআইডব্লিউটিএর মেরিন ওয়ার্কশপ ঘাটে অবস্থান নেয়া জাহাজটি ঘুরে দেখেন দর্শনার্থীরা। 

বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় জাহাজটি ঘুরে দেখেন। বিশেষ করে শিশুকিশোরদের মধ্যে ছিলো ব্যাপক উৎসাহ। নৌ-বাহিনীর এই যুদ্ধের জাহাজ ঘুরে দেখার সুযোগ পেয়ে অনেকে আনন্দিত হয়েছেন তারা। জানা গেছে, বানৌজা শহীদ দৌলত একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ।

 নৌবাহিনীর জন্য দ্বিতীয় পর্যায়ে নির্মাণাধীন আরও ৫টি যুদ্ধ জাহাজের প্রথমটি এই শহীদ দৌলত। ব্যয় হয় প্রায় ৫৩২ কোটি টাকা। এর আকার আয়তন অপেক্ষাকৃত কিছুটা ছোট হলেও এর সক্ষমতা অধুনা বিশ্বে ব্যবহূত স্টেট অব দ্য আর্ট টেকনোলজি সম্বলিত অন্য যুদ্ধ জাহাজের চেয়ে কোনো অংশে কম নয়। 

এই জাহাজে রয়েছে আধুনিক সামরিক সক্ষমতা যেমন ১টি ৪০/৬০ মিলিমিটারের বফরস্ গান এবং ২টি ১২ দশমিক ৭ মিলিমিটারের মেশিন গান। জাহাজটির দৈর্ঘ্য ৫১ দশমিক ৬৫ মিটার ও প্রস্থ ৭ দশমিক ৫০ মিটার আর গভীরতা ৪ দশমিক ২০ মিটার। ৩০৭ টন ওজনের ওই জাহাজে দুটি ইঞ্জিন রয়েছে, যার প্রতিটির শক্তি তিন হাজার ৪১ হর্স পাওয়ার। সর্বোচ্চ গতি ঘণ্টায় ২১ নটিক্যাল মাইল।

টিএইচ