বরিশালে আবারও একটি অব্যবহূত টিয়ারসেল হ্যান্ড গ্রেনেড পাওয়া গেছে। এর ২ দিন আগে একটি টিয়ারসেল হ্যান্ড গ্রেনেড পাওয়া যায়। দ্বিতীয় বারের মতো টিয়ারসেল হ্যান্ড গ্রেনেড পাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো নগরীজুড়ে।
বুধবার (১১ সেপ্টেম্বর) নগরীর ফরেস্টার বাড়ির পোল এলাকায় ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারের ভিতরে টিয়ারসেল হ্যান্ড গ্রেনেডটি পাওয়া যায়।
মেইল প্রসেসিং সেন্টার অফিসের পরিচ্ছন্নতাকর্মী জনি হেলাল জানান, সকালে অফিসের ঘাস ও লতাপাতা পরিষ্কার করতে গিয়ে টিয়ারসেল হ্যান্ড গ্রেনেডটির সন্ধান পান। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তারা ৯৯৯ এ খবর দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে এসে অবস্থান নেন। এর আগে গত সোমবার একইভাবে আরও একটি টিয়ারসেল হ্যান্ড গ্রেনেড দেখতে পেয়ে প্রশাসনকে খবর দেয়া হয়।
স্থানীয় বাসিন্দা ইমাম হোসেন জানান, গত ৪ আগস্টে ফরেস্টার বাড়ির পোল এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীরা ডাক বিভাগের পোস্টাল কলোনির ভিতরে ঢুকে পড়ে।
সেখানে থেকে রাস্তায় পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশও জবাবে টিয়ারগ্যাস ছোড়ে। হয়ত সেই সংঘর্ষের সময় টিয়ারসেল হ্যান্ড গ্রেনেড ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারের ভিতরে থেকে যায়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার নাফিছুর রহমান বলেন, সেনাবাহিনীর গ্রেনেড ডিসপোজাল টিম এসে এ বিষয়ে ব্যবস্থা নিবে। এর আগে যে একটি টিয়ারসেল হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছিল।
এ এলাকায় আরও কিছু পাওয়া যায় কিনা খুঁজে দেখা হচ্ছে। টিয়ারসেল হ্যান্ড গ্রেনেড পাওয়ার ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। টিয়ারসেল হ্যান্ড গ্রেনেডগুলো কাদের এ বিষয়ে জানতে তদন্ত চলছে।
টিএইচ