রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বরিশালে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ

বরিশাল ব্যুরো  

বরিশালে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ

বিকাশ এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে বরিশালের ৯টি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের মধ্য দিয়ে বইপড়া কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ মে) নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে স্কুলগুলোর শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

আয়োজনে বক্তারা জানান, ছাত্র-ছাত্রীদের পাঠ্যপুস্তকের বাইরেও বই পড়ার অভ্যাস তৈরির মাধ্যমে যাতে পরিপূর্ণ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠার সুযোগ পায়, সে উদ্দেশ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র দেশজুড়ে বই পড়া কর্মসূচি পরিচালনা করে আসছে। 

এ বছর এ কার্যক্রমে যুক্ত হওয়া বইয়ের সংখ্যা ৩৯ হাজার ৮৬০। এর আগে, মিলনায়তনে স্কুলগুলোর প্রায় ৪৫০ ছাত্রছাত্রীর অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৪০ জন কুইজ বিজয়ীকে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। আয়োজনে প্রধান অতিথি ছিলেন, বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর, চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন।

টিএইচ