রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বরিশালে শিশুর মনোসামাজিক সুরক্ষা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

বরিশাল ব্যুরো  

বরিশালে শিশুর মনোসামাজিক সুরক্ষা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

বরিশালে সমাজসেবা অধিদপ্তরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ৫ দিনব্যাপী প্রতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও শিশুর মনোসামাজিক সুরক্ষা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) বরিশাল  আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে নগরীর কালিবাড়ি রোডস্থ জেলা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ৫ দিনব্যাপী প্রতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও শিশুর মনোসামাজিক সুরক্ষা প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। 

এসময় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. রবিউল হাসান ভূঁইয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক একেএম আখতারুজ্জামান তালুকদার, জেলা সমাজসেবার কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, সমাজসেবা অধিদপ্তরের বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মেমী আখতারসহ জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। 

শুরুতে অতিথিরা প্রতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও শিশুর মনোসামাজিক সুরক্ষা বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে প্রধান অতিথি প্রশিক্ষণের শুভ সূচনা করে বক্তব্য প্রদান করেন।

টিএইচ