সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বরিশালে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে সভা

বরিশাল ব্যুরো  

বরিশালে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে সভা

বরিশালে সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষে জেলা কমিটি এবং অংশীজনদের সঙ্গে অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। 

বৃহস্পতিবার (২ মে) জেলা প্রশাসনের আয়োজনে বরিশাল শিল্পকলা একাডেমি হলরুমে জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। 

এ সভায় সমাজের বিভিন্ন শ্রেণি পেশার অংশীজন অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের পরিচালক মো. নুরুল ইসলাম, মসজিদের ইমাম, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের নেতারা।

টিএইচ