শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১
The Daily Post

বরিশালে সহকারী শিক্ষকদের মানববন্ধন

বরিশাল ব্যুরো  

বরিশালে সহকারী শিক্ষকদের মানববন্ধন

১০ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার, ১২তম গ্রেড প্রস্তাবনা প্রত্যাখ্যান করে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে এক দফা, এক দাবি নিয়ে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন প্রাথমিক সহকারী শিক্ষকরা। 

বুধবার (১৮ সেপ্টেম্বর) নগরীর সাগরদি এলাকার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সামনে মানববন্ধনের আয়োজন করেন বরিশালে প্রশিক্ষণরত প্রাথমিক সহকারী শিক্ষকরা। মানববন্ধনে প্রশিক্ষণরত সহকারী শিক্ষকরা বলেন, প্রধান শিক্ষকদের পরের ধাপেই সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণ করতে হবে। 

যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে নেয়া না হবে ততদিন আন্দোলন চলবে। ‘সহকারী শিক্ষক ঐক্য গড়ো, ন্যায্য দাবি আদায় করো’ এই স্লোগানে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সহকারী শিক্ষক সাইদুর রহমান। মানববন্ধনে বক্তব্য দেন প্রাথমিকের সহকারী শিক্ষক অনুপ দাস, মিরাজ আহম্মেদ, পলাশ সিকদার, রিপন হাওলাদার প্রমুখ।

টিএইচ