বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন

বরিশাল ব্যুরো  

বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন

বরিশালে পারিবারিক কলহের জেরে স্ত্রী মারিয়া আক্তারের ছুরিকাঘাতে স্বামী স্কুল শিক্ষক শাহিন হাওলাদার খুন হয়েছেন। গত মঙ্গলবার ভোরে বাকেরগঞ্জ উপজেলার কাঁঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এরপর অভিযুক্ত স্ত্রী মারিয়ার রাগ প্রশমিত হওয়ার পর আহত স্বামীকে নিয়ে গেছেন হাসপাতালে। 

এরপর উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়ার পথে গত মঙ্গলবার বেলা ১১টার তিনি মারা যান। এর আগে স্ত্রীর ছুরিকাঘাতে আহত হয়ে স্বজনদের ফোন করে বিষয়টি জানান খুনের শিকার শাহিন। তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। 

এতথ্য জানিয়েছেন বাকেরগঞ্জে থানার ওসি আফজাল হোসেন। খুনের শিকার শাহিন হাওলাদার বাকেরগঞ্জের শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি বাকেরগঞ্জ উপজেলার কাঁঠালিয়া গ্রামের মৃত কাঞ্চন আলীর ছেলে। শাহিনের স্ত্রী মারিয়া আক্তার একই এলাকার মৃত বাবুল হাওলাদারের মেয়ে। তাদের ৮ বছর বয়সী একজন ছেলে রয়েছে। 

শাহিনের ভাই নিজামুল কাদির বলেন, গত মঙ্গলবার ভোরে পারিবারিক কলহের একপর্যায়ে রাগান্বিত হয়ে শাহিনকে ছুরি দিয়ে কোপ দেয় তার স্ত্রী। ঘটনার পর আহতাবস্থায় শাহিন ফোন করে এ খবর জানালে তাকে উদ্ধার করা হয়। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মারা যান। 

স্ত্রীর রাগ প্রশমিত হওয়ার পর নিজেই হাসপাতালে নিয়ে গেছেন বলে জানান তিনি। বাকেরগঞ্জে থানার ওসি আফজাল হোসেন বলেন, বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ