শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১
The Daily Post

বরিশালে ৭৯৭ কোটি টাকা প্রকল্প কাজের উদ্বোধন

বরিশাল ব্যুরো  

বরিশালে ৭৯৭ কোটি টাকা প্রকল্প কাজের উদ্বোধন

বরিশালে ৭৯৭ কোটি টাকা প্রকল্পের কাজের উদ্বোধন করেছেন সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। সরকারের বরাদ্দ দেয়া এই টাকার কাজ প্রথম ধাপে উদ্বোধন করেছেন মেয়র। 

শনিবার (০৪ মে) নগরীর শের-ই-বাংলা সড়ক সংস্কার কাজ উদ্বোধনের মাধ্যমে ৭৯৭ কোটি টাকার প্রকল্পের কাজ শুরু হয়েছে বলে জানান মেয়র। এই কাজ শুরুর মাধ্যমে বরিশাল নগরীর উন্নয়নের ধারা শুরু হয়েছে, যার সুবিধা অচিরেই ভোগ করবে নগরবাসী। 

২ দশমিক ৪৩৫ কিলোমিটার দৈর্ঘ্য ও ৪ মিটার প্রস্থের শের-ই-বাংলা সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৭৯ লাখ ২৮ হাজার ১০৩ টাকা। প্রথম দিকে ২৬৭ কোটি টাকা ব্যয়ে ১৬১টি রাস্তা সংস্কার ও ৪৭টি ড্রেন নির্মাণ করা হবে।

টিএইচ