শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
The Daily Post

বরিশালের নদীতে মিলছে না ইলিশ আসছে সাগরের মাছ

বরিশাল ব্যুরো  

বরিশালের নদীতে মিলছে না ইলিশ আসছে সাগরের মাছ

বরিশালের জেলেরা বলছেন নদীতে পাচ্ছেন না ইলিশ। জাল ঠিকই ফেলছেন; কিন্তু যে পরিমাণে মাছ  পাওয়ার কথা, সে পরিমাণে পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় মাছবাজারের পরিস্থিতি গরম থাকার কথা। তবে  পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে সাগরের ইলিশের কারণে। 

জেলার বাজারগুলোয় নদীর ইলিশ না পাওয়া গেলেও সাগরের ইলিশে ভরা বরিশালের মোকাম। বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, ইলিশ সংকটের এ চিত্র এখন দক্ষিণাঞ্চলের সব নদ-নদীতে। কারণ এখন নদীর ইলিশের সময় নয়। এখন বাজারে যেসব ইলিশ উঠছে, তা সব সাগরের। 

সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ধরা পড়বে নদীর ইলিশ। সাগরের ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় মোকামে ইলিশের পরিমাণ একটু বেড়েছে। গত এক সপ্তাহ থেকে বরিশাল পোর্ট রোডের ইলিশ মোকামে আসতে শুরু করেছে সাগরের ইলিশ। ফলে দাম কিছুটা কমতেও শুরু করেছে। দেখা গেছে মৎস্য আড়তগুলো এখন ভরে গেছে সাগরের ইলিশে। 

প্রতিদিন ইলিশভর্তি ট্রলার আসছে সাগর থেকে। তবে জেলে ও আড়তদারদের দাবি, এমন সময় নদ-নদীর ইলিশেও আড়তগুলো ভরপুর থাকার কথা। অথচ নদীতে আশানুরূপ ইলিশ পাচ্ছেন না জেলেরা। মৎস্য আড়তদাররা বলেন, নিষেধাজ্ঞা শেষ হওয়ায় বরিশাল মোকামে সাগরের ইলিশের পরিমাণ বাড়ছে। 

তবে এ মুহূর্তে নদ-নদীর ইলিশে মোকাম সয়লাব থাকার কথা থাকলেও তা আসছে না। বাজারে আসা কয়েকজন ক্রেতা বলছেন, বাজারে বরিশালের নদ-নদীর মাছ নেই বললেই চলে। যাও আছে, তা সাগরের মাছ। তবে এ বছর মাছের দাম অনেকটা বেশি বলে তাদের অভিযোগ। সাগর থেকে আসা জেলেরা বলেন, নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর সাগরে মাছ শিকারে নামছি, তবে মাছ কম।

বরিশাল পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রের মালিক সমিতির সভাপতি  জাহাঙ্গীর সিকদার বলেন, ভরা মৌসুমে আগে আমাদের প্রতিদিন কোটি কোটি টাকার মাছ বেচাকেনা হতো। বর্তমানে বেচাবিক্রি কম। কারণ দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকার জেলেদের জালে ধরা পড়া ইলিশ আগে বরিশালের মোকামে আমদানি করা হতো। 

এখন সড়ক যোগাযোগ ভালো হওয়ায় তা চলে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। তাই এখন ইলিশের দাম একটু বেশি। বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, জুলাই-আগস্ট বর্ষার চিরচেনা এ দুই মাস সাগরের ইলিশের ভরা মৌসুম। নদ-নদীতে বেশি ইলিশ ধরা পড়বে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে। 

ইলিশ সংকটের এ চিত্র এখন দক্ষিণাঞ্চলের সব নদ-নদীতেই। কারণ এখন নদীর ইলিশের সময় নয়। এখন বাজারে যেসব ইলিশ উঠছে, তা সব সাগরের। বিশেষ করে সাগর মোহনায় নদীর মুখ চর পড়ে বন্ধ হয়ে গেছে। নদীর গতিপথও পরিবর্তন হয়েছে। যে কারণে ভরা মৌসুমেও মাঝে মাঝে নদীতে ইলিশ আসে না। এর জন্য নদীদূষণও দায়ী। 

টিএইচ