বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বরিশালের বিনোদন স্পটে পুলিশের অভিযান

বরিশাল ব্যুরো 

বরিশালের বিনোদন স্পটে পুলিশের অভিযান

বরিশালের বিনোদন স্পটগুলোতে পুলিশ অভিযান চালিয়েছে। যে সকল শিক্ষার্থীরা তাদের ক্লাস সময় ফাঁকি দিয়ে বন্ধু বান্ধবীদের নিয়ে বিনোদন কেন্দ্রগুলোতে আড্ডা দেয় তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাচ্ছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। 

তারই ধারাবাহিকতায় সোমবার (১১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশের গোয়েন্দা বিভাগ এই অভিযান চালায়। এ সময় বেশ কয়েক যুগলদের জিজ্ঞাসাবাদ করে তাদের পরিবারের সঙ্গে কথা বলে মুক্তি দেয়া হয়। এবং পরবর্তীতে শিক্ষার সময়সূচিতে এমনভাবে যেন বিনোদন কেন্দ্রগুলোতে উপস্থিত হতে না পারে তার জন্য সতর্ক করে দেয়া হয়। 

উল্লেখ্য এই সকল শিক্ষার্থীরা তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের কোর্ট ড্রেস পরেই বিনোদন কেন্দ্রগুলোতে এসে অসামাজিক কর্মকান্ডের পাশাপাশি সৃষ্টি হয় নানান দুর্ঘটনা। এ থেকে রক্ষা পেতে এবং শিক্ষার মান বজায় রাখতে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ সকল শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রজন্মে যেন দেশের হাল ধরতে পারে। 

সেই চিন্তাধারা অব্যাহত রাখতে মেট্রোপলিটন পুলিশের কমিশনার সিদ্ধান্ত মোতাবেক এমন অভিযান পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন অভিযানের নেতৃত্বে দেয়া ডিবি পুলিশের সহকারী কমিশনার।

টিএইচ