ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে বরিশাল নগরীতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (১৮ নভেম্বর) নগরীর বিভিন্ন এলাকা ঘুরে জলাবদ্ধতার এ চিত্র দেখা গেছে।
নগরীর প্রাণকেন্দ্র বটতলা থেকে চৌমাথা, বগুড়া রোডের একাংশ, পলাশপুরসহ বিভিন্ন অলিগলিতে জলাবদ্ধতা দেখা গেছে। এছাড়া নগরীর চৌমাথা সিএন্ডবি রোড সংলগ্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিপিপি), শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও বৃষ্টির পানি জমে রয়েছে।
এদিকে রাস্তা ঘাট জলাবদ্ধতার কারণে অনেকে এখনও ঘর থেকে বের হতে পারছে না।
টিএইচ